বিনোদন প্রতিবেদক : বছরের দ্বিতীয় সপ্তাহে নতুন গান নিয়ে হাজির হলেন কুষ্টিয়ার মেয়ে সালমা। প্রকাশ হয়েছে তার নতুন গান ‘পাঁজর’। জান্নাতুল ফেরদৌস মিলার লেখা গানটির সুর করেছেন জিয়াউদ্দিন আলম। গানটির সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।
আর এই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সাইফুল ইসলাম রোমান। ক্যামেরায় ছিলেন সানী খান। দৃষ্টিনন্দন এই মিউজিক ভিডিওতে মডেল হিসেবে আছেন নিরব ইসলাম ও এসকে তৃষ্ণা। আর গানটি প্রকাশ হয়েছে এমআর বেস্ট মিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
গানটি নিয়ে সালমা বললেন ,’গানটির কথা খুবই সুন্দর। কথার সাথে মিল রেখে এর সুর,সংগীত ও মিউজিক ভিডিওটিও দারুণ হয়েছে। আমি আশা করছি নতুন বছরের আমার এই প্রথম গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’