কথায় বলে “মাঘের শীতে বাঘে পালায়”। ‘মাঘ’ হাড় কাঁপানো শীতের এই মাসে “মানবতার সেবায় স্বপ্নচূড়া” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার কুষ্টিয়া পলিটেকনিক কর্মচারীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে “স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠন” নামক একটি সামাজিক সংগঠন। অনুষ্ঠানে সংগঠনের সদস্য এনামুল হকের পরিচালনায় সভাপতিত্ব করেন যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী হাসান সেতু। প্রথম এ শীতবস্ত্র বিতরণ করলো এই সংগঠনটি। এ সময় সংগঠনের সদস্য মহিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা যারা শহরে থাকি তারা হয়তো শীতের তীব্রতা বুঝতেই পারছি না। তবে গ্রামের মানুষ কাঁপছে মাঘ মাসের তীব্র শীতে। শীত নিবারনের সামান্য বস্ত্র টুকুও হয়তো অনেকের নেই। শীতে জড়োসড়ো হয়ে পড়েছে তারা। যারা স্বচ্ছল তাদের কাছে শীতের রাত আরাম দায়ক হলেও দরিদ্র অসহায়দের জন্য তা চরম দুর্ভোগের। আপনারা যখন কম্বল মুড়ি দিয়ে উষ্ণতার মাঝে ডুবে আছেন একই সময় এসব শীতার্ত মানুষগুলো তখনো আপনার অপেক্ষায় আছে। আশায় আছে সমাজের স্বচ্ছল বিত্তবানরা তাদের পাশে দাঁড়াবেন, শীতের চরম কষ্ট থেকে তাদের বাঁচাবেন। আসুন সবাই মিলে শীতার্ত মানুষদের পাশে দাঁড়ায়।