কুষ্টিয়ার দৌলতপুর থানা বিএনপি’র অন্যতম নেতা আতিয়ার রহমান মন্ডল (৬৮) শুক্রবার বিকেলে ভেড়ামারা বাঁমনপাড়াস্ত বাসভবনে হার্ট,হাঁপানীসহ বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……… রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ কন্যাসহ অশংখ্য আত্নীয় স্বজন গুনাগ্রাহী রেখে গেছেন। দৌলতপুর আল্লাদর্গা নিবাসী আতিয়ার রহমান মন্ডলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে, তার পরিবার বর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন দৌলতপুরের সাবেক এমপি, দৌলতপুর থানা বিএনপি’র সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সেক্রটারী শহীদ সরকার মঙ্গল।
এদিকে শনিবার সকাল ১০ টায় হিড়িণদিয়া গোরস্থান ময়দানে মরহুমের নামাজে জানাযা শেষে দাফন করা হয়।