দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেছেন কুষ্টিয়া–১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশা।
বৃটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ আল্লারদর্গা লিফ রিজিয়নের উদ্যোগে ৬ জুন শনিবার দুপুর ১২টায় উপজেলার প্রাগপুর ইউনিয়নের মুসলিমনগর–ইসলামনগর সড়কের পাশে বৃক্ষের চারা রোপন ও বিতরণ কর্মসূচীর উদ্ভোধন করেন সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশা।
এসময় বৃটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ আল্লারদর্গা লীফ রিজিয়নের এরিয়া ম্যানেজার আসাদুল হক রিপন, প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার ও দৌলতপুর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক টিপু নেওয়াজসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আসা গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।