দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শিল্প নগরী আল্লারদর্গায় নাসির উদ্দীন বিশ্বাস কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান করা হয়েছে। ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় নাসির উদ্দীন বিশ্বাস পলিটেকনিক্যাল ইন্সিটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সিটিটিউটের অধ্যক্ষ লিয়াকত আলি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা নাসির উদ্দীন আহাম্মেদ, সভাপতিত্ব করেন কল্যাণ ট্রাষ্টের আহবায়ক শ্রী দুলাল দেবনাথ।
স্বাগত বক্তব্য রাখেন নাসির বিড়ি ইন্ডঃ লিঃ এর ম্যানেজার মোঃ হাবিবুর রহমান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব গোলাম মোস্তাকিম, আল্লারদর্গা প্রেস ক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দীন, বিশিষ্ট সমাজ সেবী এস.এম. হাসান, নাসির উদ্দীন বিশ্বাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মখলেচুর রহমান, উপজেলা প্রাথমিক বিদ্যালয় সংগঠনের সভাপতি ফিরোজ খাঁন নোন প্রমূখ।
আগত ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন ক্যাম্বিয়ান কলেজের ছাত্রী উম্মে হালিমা খাতুন, ভিখারুন নেছা স্কুল এন্ড কলেজের ছাত্রী ছাদিয়া আফরীন, তামান্না ইয়াছমিন মীম প্রমূখ। অনুষ্ঠানে ১৩৮ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত নাসির বিড়ি ইন্ডঃ লিঃ এর সহকারী ম্যানেজার মাকলুকাত আহাম্মেদ মুকুল জানান ১৯৯২ সাল থেকে নাসির উদ্দীন বিশ্বাস কল্যাণ ট্রাস্ট মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করে আসছেন, এ ছাড়া দেশের এবং জাতির উন্নয়নে পলিটেকনিক্যাল ইন্সিটিটিউট ও নাসিং ইন্সিটিটিউটের কাজ চলছে।