দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পি.এম.কলেজ মাঠে ১৬ ফেব্র“য়ারী মঙ্গলবার সকাল ৯ টায় শহীদ ইয়াকুব আলী সহ ৫ জাসদ নেতার মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় ও শোক পতাকা উত্তলন, শহীদ ইয়াকুব আলীর কবরে পুস্পমাল্য অর্পন আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ ইয়াকুব আলী কল্যান ট্রাষ্টের সভাপতি জাতীয় যুব জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ আ.কা.ম. সরওয়ার জাহান বাদশা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ এজাজ আহম্মেদ মামুন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হায়দার আলী, কুষ্টিয়া জেলা জাসদের সাংগাঠনিক সম্পাদক শ্রী অসিত কুমার শিংহ রায়, সাাবেক অধ্যক্ষ মতিউর রহমান টুকন,সাবেক প্রধান শিক্ষক আবু তাহের, শহীদ ইয়াকুব আলীর,জৈষ্ট্য পুত্র ইউসুফ আলী রুশ,
ফিলিপ নগর ইউপি’র চেয়ারম্যান এ.কে.এম. ফজলুল হোক কবিরাজ, সাবেক চেয়ারম্যান নুর রহমান, দৌলতপুর উপজেলা জাসদের সভাপতি সইর উদ্দিন, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নান্ন মাষ্টার, আব্দুল আজিজ, চাঁদ মাহমুদ, হাফিজুর রহমান মাষ্টার,আতিয়ার রহমান, মঈনুল মাষ্টার, রমজান আলী প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক সাইদুর রহমান।