দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি পাকুড়িয়া গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানাগেছে ৫ আগষ্ট বুধবার বেলা ১০টার দিকে মহিষকুন্ডি পাকুড়িয়া গ্রামে তামান্না (১০) চতুর্থ শ্রেণির ছাত্রী গোসল করতে যায় নানা হানিফ মন্ডলের বাড়ির পাশে আওলাদ তহসিলদারের পুকুরে।
গোসল করে ফিরতে দেরী দেখে নানা পুকুর পাড়ে গিয়ে দেখতে পায় সাবান-কাপড় পড়ে আছে নাতনী তামান্না নাই। লোকজন পুকুরে নেমে তার মৃত দেহ খুঁজে পাই, তাদের ধারণা গোসল করতে গিয়ে বেশী পানিতে নেমে সে ডুবে মারা গেছে।
তামান্না ধর্মদহ গ্রামের রফিকুল ইসলামের মেয়ে, সে ধর্মদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। ঈদের দু’দিন আগে নানা বাড়িতে ঈদ করতে আসে, বুধবার গোসল করে খাওয়া-দওয়া সেরে বাড়ী ফিরে যাওয়ার কথা ছিল।