দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ কনফারেন্স হলে মাসিক আইন শৃংখলা ও চোরাচালান নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আজগর আলীর সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাক্কির আহমেদ, ডাঃ সুব্রত চক্রবর্তী, চেয়ারম্যান মহিউল ইসলাম মহি, শাহ আলমগীর, আবু ইউসুফ লালু, সিরাজ মন্ডল, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন), থানা প্রতিনিধি অরুন, বিজিবি কোম্পানী কামান্ডার দেলোয়ার হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মোঃ সানোয়ার আলী। সভায় করোনায় আক্রান্ত হয়ে নিহত দৌলতপুর থানার ওসি আরিফুর রহমানের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয় এবং দোয়া কামনা করা হয়। দৌলতপুরের সার্বিক আইন স্বাভাবিক রাখতে ও মাদক নিয়ন্ত্রন করতে শব্দ দূষন রোধকল্পে সিদ্ধান্ত গৃহিত হয়।