দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মঙ্গলবার দুপুরে দলিল লেখক কমিটির উদ্যোগে সাব রেজিষ্ট্রারের কার্যালয়ে সাবরেজিষ্ট্রার বিলকিছ আরা এর বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৌলতপুর দলিল লেখক কমিটির সভাপতি মোঃ আরজ আলীর সভাপতিত্বে , আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদায়ী সাব রেজিষ্ট্রার বিলকিছ আরা, দলিল লেকক কমিটির সেক্রেটারী মোঃ আব্দুল কাদের, সিনিয়ার সহ সভাপতি এ্যাডঃ মোঃ মমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম খান।
অনুষ্ঠানে দৌলতপুর দলিল লেখক কমিটির অন্যান্য সদস্য সাবরেজিষ্ট্রার অফিসের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য সাব রেজিষ্ট্রার বিলকিছ আরা দৌলতপুর থেকে জামাল পুরের সারশা বাড়ীয়া থানায় বদলি হয়েছেন বলে জানা গেছে।