দৌলতপুর খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়কে কেন্দ্র করে একটি কু-চক্রী মহল সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায় শনিবার দুপুরে বিদ্যালয় চত্বরে সকল শিক্ষক কর্মচারীর উপস্থিতে সংবাদ সম্মেলন করেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ।
লিখিত বক্তব্যে প্রধান শিক্ষক আব্দুর রশিদ জানান, গত ২৫ তারিখে স্থানীয় কিছু পত্রিকায় ও সোশ্যাল মিডিয়ায় একটি মহল উদ্দেশ্য প্রনোদিত ভাবে বিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করার জন্য সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে। সংবাদে উল্লেখ করা হয়েছে, ছাত্র ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া,
টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ দেওয়া, ভূয়া বিল ভাউচার করে বিদ্যালয়ের অর্থ লুটপাট ইত্যাদী। যা আদৌ সত্য নয়, ভিত্তিহীন বিদ্যালয় ও আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য সংবাদটি প্রকাশ করা হয়েছে, তাই উক্ত প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।