দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর থানা পুলিশের অভিযানে দেশীয় তৈরি বিপুল পরিমান ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার দিনগত রাত অনুমানিক ৫ ঘটিকার সময় দৌলতপুর থানা এলাকায় গ্রেপ্তারি পরোয়ানা তামিল, অবৈধ মাদক দ্রব্য ও অস্ত্র-গুলি উদ্ধার এর নিমিত্তে বিশেষ অভিযান পরিচালনা করা কালীন সময়ে কালিদাসপুর পুলিশ ক্যাম্পে কর্মরত এ.এস.আই. রবীন্দ্রনাথ মন্ডল মুঠোফোনে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সাতারপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক এর বাড়িতে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ২০ থেকে ২৫ জন ব্যক্তি একটি সংঘর্ষ ঘটানোর প্রস্তুতি গ্রহণ করছে। উক্ত সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ এস.এম. আরিফুর রহমান কে অবহিত করে সঙ্গীয় অফিসার্স ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের হাতে থাকা অস্ত্রশস্ত্র ঘটনাস্থলে ফেলে দ্রুত দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় এলাকাবাসীর উপস্থিতিতে দেশীয় তৈরি বিপুল পরিমান ধারালো অস্ত্র উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ। এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ এস.এম. আরিফুর রহমান জানান ছাতারপাড়া গ্রাম থেকে দেশীয় তৈরি বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে, এ বিষয়ে দৌলতপুর থানায় একটি মামলা হয়েছে যার নম্বর ৩৭।