কলারোয়ায় দুর্নীতির প্রধান চরিত্রে পিআইও ৭ বছরে কামিয়েছেন কয়েক কোটি টাকা।
নিজস্ব প্রতিনিধি:
দুর্নীতি যেন প্রতিনিয়তই পাল্টাচ্ছে অভিনব কৌশল৷ সাতক্ষীরার কলারোয়ায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অবস্থান মাত্র ৭ বছর হলেও শত শত কোটি টাকা লুট করে বনে গিয়েছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান৷ তার দুর্নীতির প্রতিবাদে উচ্চ মহলে অভিযোগ হওয়ার ফলে ইতোমধ্যে ছয় দফায় তাঁর বিরুদ্ধে বিভাগীয়ভাবে তদন্ত হলেও কালো টাকার বিনিময়ে প্রতিবারই তিনি পার পেয়ে গেছেন৷ স্বামীর রাজনৈতিক প্রভাব ও ভাইয়ের প্রশাসনিক প্রভাব অন্যদিকে তার দুর্নীতির অর্থের প্রভাবে আতঙ্ক সৃষ্টি করেছেন কলারোয়ায় ৷ দুর্নীতির অর্থে ওই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নামে-বেনামে ফিলিং স্টেশন, রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে বহুতল ভবন, সম্পদশালী অবৈধ সম্পদ গড়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে৷
ইতোমধ্যে তার এ ধরনের দুর্নীতির প্রতিবাদ করে মামলা ও হয়রানির শিকার হয়েছেন রাজনীতিবিদ জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ৷ এমনকি সংবাদ প্রকাশের জন্য বস্তুনিষ্ঠ তথ্য চাইলেই মামলা ও জীবননাশের হুমকি-ধামকি প্রদান করেন তিনি৷
তবে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার জিম্মি থেকে সরকারের কোটি কোটি টাকা উদ্ধার ও তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নিতে উচ্চপদস্থ কর্মকর্তাসহ দুদকের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা৷
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যেন দুর্নীতির এক আতঙ্ক হয়ে অন্যতম প্রধান চরিত্রে ভয়াবহ অবস্থান নিয়ে রাজত্ব করছেন ৷
স্থানীয় প্রশাসন উর্দ্ধতন কর্তৃপক্ষ ও দুর্নীতি দমন কমিশন দুদক এর নিকট এমন দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি করেছেন জনপ্রতিনিধি প্রশাসনিক রাজনৈতিক ও সুশীল সমাজের নাগরিকবৃন্দ৷