দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মোহনা টিভি’র ১১ তম বছর পূর্তি উপলক্ষে র্যালী, কেক কাটা, মাস্ক ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
মোহনা টিভি’র দৌলতপুর প্রতিনিধি মানজারুল ইসলাম খোকনের নেতৃত্বে ১১ নভেম্বর বুধবার সকাল ১১টায় একটি র্যালী দৌলতপুর থানা বাজার এলাকা প্রদক্ষিণ করে।
র্যালী শেষে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। পরে রির্পোটাস ক্লাবে মোহনা টিভি’র ১১ তম বছর পূর্তি উপলক্ষে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়। এ সময় রির্পোটাস ক্লাব, দৌলতপুর প্রেস ক্লাব, দৌলতপুর ডিপিসি ক্লাব ও আল্লারদর্গা প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।