ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গোডাউন মোড়ে ভেড়ামারা উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এক সভায় দুই বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি হলেন, কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ আমিরুল ইসলাম মান্নান, সহ সভাপতি দৈনিক আজকের সূত্রপাত এর প্রতিনিধি অধ্যাপক ফারুক হোসেন, সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কাগজ এর প্রতিনিধি ইসমাইল হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক দৈনিক মানবজমিন এর প্রতিনিধি শাহ্ জামাল,
সহ-সাধারণ সম্পাদক দৈনিক খোলা কাগজ এর প্রতিনিধি এস.এম. আবু ওবাইদা-আল-মাহাদী, দপ্তর সম্পাদক দৈনিক দেশের বাণী এর প্রতিনিধি মোঃ জাহিদ হাসান, কোষাধাক্ষ জহিরুল কবীর নবীন, প্রচার সম্পাদক নোমান জহির রাজা, নির্বাহী সদস্য মোঃ আজিজুল হক, জাকির হোসাইন, মোঃ রেজাউর রহমান তনু, মাহমুদ্দোল্লাহ সোহেল, মিলন আলী এবং সদস্য এনএস নাহিদ, এস.এম রওনক, মোঃ উজ্জল হোসেন।