দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বীর মুক্তিযোদ্ধা রেজাউল হকের রাষ্ট্রেীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
জানাগেছে এলাকার মহিষকুন্ডি গ্রামের মরহুম নজের আলির পুত্র বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর ইষ্ট বেঙ্গল রেজিঃ এর অবসর প্রাপ্ত সৈনিক রেজাউল হক (৭৯) গত ১৬ নভেম্বর সোমবার রাত ১ টার দিকে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহী—রাজিউন)।
মরহুমের জানাজার নামাজ রবিবার বাদ যোহর অনুষ্ঠিত হয়, জানাজার আগে নির্বাহী ম্যাজিট্রেট ও দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজগর আলির নেতৃত্বে গার্ড অব অর্নার প্রদান করা হয়। এ সময় স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন মরহুমের সহকর্মী বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোভান প্রমূখ।
জানাজা শেষে মরহুম রেজাউল হকের বাঁধের বাজার গোরস্থান ময়দানে দাফন সম্পন্ন করা হয়. এ সময় এলাকার গণ্যমান্য ব্যাক্তি সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লীরা উপস্থিত ছিলেন।