দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য দিয়ে দৌলতপুর ইউনিয়নের মান ক্ষুন্ন করায় সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান মহিউল ইসলাম মহি।
৬ ডিসেম্বর বরিবার বিকাল ৩ টার সময় ইউনিয়ন পরিষদে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সকল ইউ.পি সদস্য। এ সময় চেয়ারম্যান মহিউল ইসলাম মহি লিখিত বক্তব্যে উল্লেখ করেন, আমার পরিষদ নিয়ে যে মিথ্যাচার করা হয়েছে। আমি সাংবাদিকদের মাধ্যমে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
আগামী ইউ.পি নির্বাচনকে সামনে রেখে আমার কিছু প্রতিপক্ষ আমাকে সামাজিক ভাবে হেও প্রতিপন্ন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম মিথ্যা বানোয়াট তথ্য ছড়িয়েছে, যা বিন্দু মাত্র সত্য নয়। আমি চাই গণমাধ্যম কর্মীরা প্রকৃত সত্য উদ্বঘটন করবে এবং মিথ্য ভিত্তি হীন তথ্য প্রচার কারীর সরকার ঘটনা তদন্ত করে সঠিক ঘটনা বের করে দুষিদের আইনের আওতায় আনবে।