দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে জোর পূর্বক বিষ মূখে দিয়ে কিশোরকে হত্যার অভিযোগ সহ কর্মী বন্ধুদের উপর।
জানাগেছে এলাকার মহিষকুন্ডি রাজধানীর মোড় এলাকার হাফিজুল সর্দ্দারের ছেলে শিমূল (১৮) কে জোর পূর্বক বিষ মূখে দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। শিমূল গত ৩ ডিসেম্বর থেকে ৯দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে ১২ ডিসেম্বর শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।
অভিযোগ সূত্রে জানাগেছে ভাগজোত বাজারের উজির আলির লেদের কর্মচারী শিমূল কে সহকর্মী মহিষকুন্ডি গ্রামের সামু মন্ডলের ছেলে পলাশ (২০), প্রাগপুর গ্রামের শাহারুলের ছেলে সোহেল (২০), ডাংমড়কা গ্রামের তাহাজুলের ছেলে চঞ্চল (২৩), মহিষকুন্ডি গ্রামের ফরজের ছেলে সবুজ (১৬) ও আমিরুলের ছেলে আরিফুল (২২) নদীর ধারে নিয়ে যায় এবং জোর পূর্বক মূখে বিষ দিয়ে হত্যার চেষ্টা করে। এক পর্যায়ে বন্ধুরা মরে গেছে বলে নদীর ধারে ফেলে চলে আসে। এলাকার লোকজন শিমূলকে উদ্ধার কওে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শিমূল ৯ দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে শনিবার সকালে মারা যায়। এ দিকে পুলিশ আসামীদের লেদে কাজ করা অবস্থায় ২ জনকে গ্রেফতার করেছে।
এলাকাবাসীর ধারণা বন্ধুরা এমন কাজ করে কিভাবে নিঃচিন্তে লেদে তারা কাজ করতে পারে ? এ নিয়ে এলাকায় নানা রকম গুঞ্জন শুরু হয়েছে। বিষয়টি হত্যা না আত্বহত্যা ?
দৌলতপুর থানার ওসি তদন্ত শাহাদৎ হোসেন জানান কিশোর শিমূলকে আত্বহত্যা করতে উদ্বুদ্ধ করা হয়েছে এমন মামলা হয়েছে, ময়না তদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।