দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ১৪ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় মাসিক আইন শৃংখলা ও চোরাচালান নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন, বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন এসিল্যান্ড মোঃ আজগর আলী।
বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ সাক্কির আহমেদ, সোনালী খাতুন আলেয়া, অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, ওসি দতন্ত শাহাদত হোসেন, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন), ডাঃ অনন্ত কুমার কুন্ডু, চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম মুকুল, মোঃ জামিরুল ইসলাম বাবু, মোঃ আবু ইউসুফ লালু, মোঃ সিরাজুল ইসলাম। সভায় সরকারি কর্মকর্তা শিক্ষক, সাংবাদিক উপস্থিত ছিলেন।