দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
১৬ ডিসেম্বর বুধবার সকাল ৬ টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুরু হয়, পরে উপজেলা আওয়ামীলীগ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, দৌলতপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ,
কৃষকলীগ, দৌলতপুর প্রেসক্লাব, দৌলতপুর রিপোর্টার্স ক্লাব,আল সালেহ লাইফ লাইন লিমিটেড, দৌলতপুর ডিগ্রী কলেজ , দৌলতপুর ব্রাইট স্টার ক্লাব, সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি,শ্রোদ্ধা জানাতে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার , সহকারী কমিশনার (ভূমি) আজগর আলী, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ জহুরুল আলম।
সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮ টা ৩০ মিনিটে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিজয় র্যালি আলোচনা সভা ও সভা শেষে শহীদ বেদী ও বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শরিফ উদ্দিন রিমন, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান সহ ছাত্রলীগ-যুবলীগ, কৃষক লীগের নেতা কর্মী বৃন্দ।