দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৫ নং রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মতিউর রহমানের মটরসাইকেল শুভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে, শুভাযাত্রা কালে মতিউর রহমান জনগনের সাথে মতবিনিময় করেছেন।
২৩ ডিসেম্বর বুধবার সকালে তিনি প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনগনের সাথে সাক্ষাত ও বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ এর ওয়ার্ড পর্যায়ের নেতা ও কর্মীদের সাথে পরামর্শ করেন এবং দোয়া কামনা করেন।
মতিউর রহমান জানান, ১৯৭১ সাল থেকে আমার বড় ভাই এই ইউনিয়ন আওয়ামীলীগ কে সুসংগঠিত করে রেখে ছিলেন, তার মৃত্যুর পর আমি দলকে সুসংগঠিত রাখার জন্য চেষ্টা করেছি।
দলের দুঃসময়ের, পরীক্ষিত কর্মী হিসাবে আমি মনোনয়ন প্রত্যাশি, দলের হাইকমান্ড যদি মাঠ পর্যায়ে খোঁজ খবর নেয়, তাহলে এলাকায় আমার অবস্থান বিবেচনা করে, আমাকে মনোনয়ন দিলে আমি সবাইকে সাথে নিয়ে নিশ্চিত জয় লাভ করবো ইনশাল্লাহ।