ভেড়ামারা উপজেলা একাডেমিক সুপারভাইজারের বিদায় সংবর্ধনা
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপার ভাইজার মোছাঃ সালমা খাতুনের বদলিজনিত বিদায় উপলক্ষে গতকাল বুধবার দুপুরে শুভেচ্ছা রেষ্টুরেন্টের হলরুমে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ভেড়ামারা উপজেলার মাধ্যমিক পর্যায়ের প্রধান শিক্ষকবৃন্দ।
জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম।
ধরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফার উপস্থাপনায় এসময় আজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম, মোকারিমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান,
দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, ষোলদাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বক্কর, ডি.এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিয়াউল হক,
বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সালাউদ্দিন আহমেদ ও ভেড়ামারা উপজেলা প্রেসক্লাবের যুদ্ম সাধারণ সম্পাদক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী প্রমূখ উপস্থিত ছিলেন।