দৌলতপুর প্রতিনিধি : নবীন গীতিকার ও সুরকার প্রবাসি শাহারুল। কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার জয়রামপুর গ্রামের ছেলে। তিনি এই পযর্ন্ত প্রায় একশতটির বেশি গান রিলিজ হয়ে গেছে, প্রায় এক হাজার তিন শত গান লিখেন গীতিকার শাহারুল।
“তোমার কথা মাগো আমার খুব যে মনে পড়ে” “এক পৃথিবীর সমান বাবা আমার” “দেহ গাড়ি” “সাজানো পৃথিবী” “কষ্টের প্রবাস” “বুকের খাঁচায়” “কতদিন হয়ে গেল” “সাধের বিন্দিয়া” এই রকম অনেক শিরোনামের গান রিলিজ হয়েছে নবীন গীতিকারের। মাত্র সাত মাসের ভিতরে প্রায় একশত গান রিলিজ হয়েছে বলে জানাগেছে। বতর্মান প্রজন্মের নবীন কন্ঠ শিল্পী “জনি,আর.বি.এম.এস.রাজু,বনিরুল,জাফর ইকবাল,লিনা মন্ডল,বাউল আকাশ এবং রাজিব বাউল এবং দুখী মিজান সহ আরো অনেকে গেয়েছেন নবীন গীতিকারের গান।