বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ কুষ্টিয়ার নব গঠিত নাগরিক কমিটিকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কুষ্টিয়ার উন্নয়নে কাজ করার আহবান জানিয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় তাঁর বাসভবনে নাগরিক কমিটির সভাপতি প্রফেসর ডাঃ এসএম মুসতানজিদ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ সেলিম তোহা’র নেতৃত্বে কুষ্টিয়া নাগরিক কমিটির কার্যকরী পর্ষদের সদস্যরা সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এ সব কথা বলেন। মাহবুবউল আলম হানিফ আরও বলেন, কুষ্টিয়া বৃটিশ আমলে প্রতিষ্ঠিত একটি পুরাতন জেলা হলেও এখানে কাঙ্খিত উন্নয়ন হয়নি। এই পিছিয়ে পড়া জেলাকে কিভাবে তার কাঙ্খিত উন্নয়ন লক্ষ্যে পৌছে দেয়া যায় সেটা নিয়ে গবেষণা লব্ধ পরিকল্পনা প্রয়োজন। এই নাগরিক কমিটিতে যে সকল ব্যক্তি রয়েছেন তাদের দিয়ে এটা সম্ভব বলে মনে করি। তিনি বলেন, এই কাজ করতে হবে অত্যন্ত স্বাধীনভাবে ও নিরপেক্ষতার সাথে। যাতে করে সকল শ্রেণী পেশার মানুষ এর সুফল ভোগ করতে পারে। এসময় কুষ্টিয়া নাগরিক কমিটির কার্যকরী পর্ষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে বিকেলে কুষ্টিয়া দিশা টাওয়ারে কার্যকরী পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।