দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে হোসেনাবাদ বাজারে বুধবার রাত ৮ টার সময় সাফিম ইলেকট্রনিক্স ও মাইশা টেলিকম এর সৌজন্যে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের স্মৃতি স্মরণে ব্যাডমিন্টন ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে ফাইনালে খেলায় ব্রাদার্স একাডেমী হোসেনাবাদ ও এস.বি.কাউন্টার হোসেবাদ অংশ গ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম,আতিয়ার রহমান, মইনুদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত টুর্নামেন্ট সভাপতিত্ব করেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোতাছিম বিল্লাহ। টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন রাসেল আহমেদ। সার্বিক সহোযগীতায় ২০১৫ সালের এস.এস.সি ব্যাচ। ব্যাডমিন্টন টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন স্থানের ১৬ টি দল অংশ গ্রহন করে। এ সময় উপস্থিত ব্যক্তিবর্গ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের স্মৃতিচারণ করেন।