দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ ফেব্র“য়ারী শুক্রবার সকাল ১০.৩০ মিনিটে সাবেক এম.পি আফাজ উদ্দিন আহমেদ ও উপজেলা চেয়ারম্যান বাড়ির সামনে দৌলতপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং:- কুষ্টিয়া-০৬) এর উদ্যোগে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে সংগঠনের দপ্তর সংক্রান্ত কাগজপত্র ও শ্রমিকদের কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন, সভাপতিত্ব করেন নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও সভাপতি শ্রমিক নেতা মোঃ আজাদ আল-শামিম, অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নাজমুস সাদাত খাঁন (সজিব)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতা ও সাধারণ সদস্যবৃন্দ।