দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় রিশান (১২) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। ১০ ফেব্র“য়ারী বুধবার দুপুর ১টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের জয়রামপুর এলাকায় মোটরসাইকেল ও অটোরিক্সার সংঘর্ষে অটোরিক্সা যাত্রী রিশান নিহত হয়। নিহত স্কুলছাত্র রিশান মিরপুর উপজেলার কাকিলাদহ গ্রামের মৃত কামরুল মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, রিশান অটোরিক্সা যোগে জয়রামপুর গ্রামে নানা বাড়ি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিক্সা যাত্রী রিশান রাস্তায় ছিটকে পড়ে। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রিশান কাকিলাদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র বলে জানাগেছে।