দৌলতপুর প্রতিনিধি : দৌলতপুর প্রেস ক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক জাহাঙ্গীর আলম আর নেই। দৌলতপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলাদেশ বার্তা ও আজকালের খবর পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
প্রিয় সহকর্মীর মৃত্যুতে দৌলতপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ, আল্লারদর্গা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, দৌলতপুরের সর্ব স্তরের সাংবাদিক বৃন্দ গভীরভাবে শোকাহত। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
তিনি ৭ ফেব্র“য়ারী লিভার, কিডনী ও হার্টের সমস্যা নিয়ে চিকিৎসার জন্য ভারতে যান। ভারতের ডাক্তারদের পরামর্শে সাংবাদিক জাহাঙ্গীর আলমকে বাংলাদেশে ফেরত নিয়ে আসা হচ্ছিল। কলকাতা থেকে বাংলাদেশের যশোরের বেনাপুল সীমান্তে আসার পথে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জাহাঙ্গীর আলম মারা যান। পরে তাকে আবারও কলকাতায় ফেরত নিয়ে যাওয়া হয়।
সেখানে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রয়াত সাংবাদিক জাহাঙ্গীর আলমের মৃতদেহ বাংলাদেশে নিয়ে আসা হবে। তবে আইনী প্রক্রিয়া শেষ করে আসতে ২/৩ দিন লেগে যেতে পাওে বলে জানাগেছে।
লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে সাংবাদিক জাহাঙ্গীর আলম বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা নেন। অবস্থার পরিবর্তন না হওয়ায় তিনি সস্ত্রীক ভারতে যান।
দৌলতপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য প্রবীন সাংবাদিক জাহাঙ্গীর আলম কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ বার্তা ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকালের খবর পত্রিকায় দৌলতপুর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি গ্রামের মৃত করিম হালসানার বড় ছেলে জাহাঙ্গীর আলম হালসানা স্ত্রী, পুত্র ও কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক জাহাঙ্গীর আলমের মৃতুতে দৌলতপুর প্রেস ক্লাবের সকল সদস্য ও সর্বস্তরের সাংবাদিক গভীর শোক প্রকাশ করেছেন।