দৌলতপুর প্রতিনিধি ঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বাঁধের বাজার মুসলিম নগর গ্রামে আগুনে বসতবাড়ী পুড়ে ছাই নগদ ৫৫হাজার টাকা ও মালামাল সহ ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে পরিবার সূত্রে জানাগেছে।
জানাগেছে ২১ ফেব্র“য়ারী রবিরার বিকেল ৫টার দিকে ভূমিহীন মৃত আবুল কাশেমের ছেলে তরিকুল ইসলামের বাড়ীর রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে সারা বাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে, বাড়ীর ৪টি ঘর সহ খাদ্য, কাপড় ও বাড়ীতে রাখা ৫৫হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে, পরিবারটি বর্তমানে সরকারী জমিতে খোলা আকাশের নীচে বসবাস করছে।
স্থানীয় আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম হালসানা সহ এলাকার কিছু হৃদয়বান ব্যাক্তি আর্থিক সাহায্য দিয়ে তাৎক্ষণিক সহযোগিতা করেছেন বলে জানাগেছে।