কুষ্টিয়া কুমারখালীর শিলাইদহে আম্ফানে পরাজিত হয়ে কদিন আগেই মাটিতে পড়েগেছে ২০০ বছরের পুরাতন ও কবিগুরু রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত বটগাছটি।
তবে এটি সম্পূর্ন সরকারি সম্পত্তি হলেও স্থানীয়রা তা হরিলুট করছে দেখার যেনো কেউ নেই। সারেজমিনে গিয়েও সেখানে সরকারি কোন কর্মকর্তাকে চোখে পড়েনি।
তবে স্থানীয়রা বলছে বেশ কিছুদিন হলো গাছটি রাস্তার ওপরে পড়ে আছে, যার ফলে চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে।
সরকারি কোন উদ্যোগ না নেওয়াতে তারা নিজেরাই রাস্তার ওপর পরে থাকা বটগাছটি কাটছে। আবার গাছটি হরিলুট নিয়েও স্থানীয়দের মাঝে বাকবিতর্ক সৃষ্টি হচ্ছে। যে কোন সময় অবস্থা বেগতির দিকে যেতে পারে। উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছে সচেতন এলাকাবাসী।