কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের শোলুয়া গ্রামে আবুল হোসেন শাহ (৫৫) কে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ চাচাতো ভাই মইজ উদ্দীন (৪৫)।
জানাগেছে ২২জুন সোমবার দুপুর ১ টার দিকে শোলুয়া গ্রামের আবুল হোসেন শাহ গরুর জন্যে ঘাস কেটে বাড়ী ফেরার পথে শোলুয়া মোড় নামক স্থানে আপন চাচাতো ভাই একই এলাকার মইজ উদ্দীন শাহ পূর্ব শত্রুতার জের ধরে ধারালো হাসুয়া দিয়ে পেটে, হাতে কুপিয়ে মারাত্বক আহত করে। আহতের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মূমুর্ষ অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভার্ত করে, তার অবস্থা আশংকা জনক। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আহতের স্বজনরা।