দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আল্লারদর্গায় নূরুজ্জামান বিশ^াস ডিগ্রী কলেজে মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গর্ভবতী মায়েদের বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
৩০ জুন মঙ্গলবার সকাল ১১টা থেকে দিন ব্যাপী চিকিৎসা সেবা প্রদান করা হয়। দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নের ১৪০ জন গর্ভবতী মায়ের বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং বিনা মূল্যে প্রয়োজনীয় ঔষধ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সেনানীবাস থেকে আগত ব্রিগেডিয়ার জেনারেল রিয়াজ রহমান, তিনি জানান আগামীতেও আমাদের এমন চিকিৎসা সেবা অব্যাহত থাকবে। পরিচালনায় ছিলেন জাগ্রত বিশ এবং ৪১ ফিল্ড এ্যাম্বুলেন্স, ব্যবস্থাপনায় ২১ পদাতিক ব্রিগেড ও ৫৫ পদাতিক ডিভিশন।