কুষ্টিয়ার মিরপুর বিজিবি লেভেল ক্রসিং রেলগেট এলাকার আব্দুল হামিদের বন্ধ দোকান থেকে সিগারেট চুরির সময় কুষ্টিয়ার বহলবাড়িয়ার চঞ্চল নামের এক কথিত সাংবাদিক আটক করেছে । মঙ্গলবার সকালে মিরপুর বিজিবি লেভেল ক্রসিং রেলগেট এলাকা এ ঘটনা ঘটে ।
টিভি চ্যানেল বা পত্রিকায় কাজ না করেও কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় গিয়ে সাধারন মানুষকে নানাভাবে জিম্মি করে সাংবাদিকতার নামে প্রতিনিয়ত চাঁদাববাজি করছে কতিপয় এই প্রতারক।