দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা থেকে পুসপো নামের বাক প্রতিবন্ধী (বোবা) ছেলেটি হারিয়ে গেছে। সে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জয়ভোগা গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
হারানোর সময় তার পরণে জিন্সসের প্যান্ট গয়ে গেঞ্জি ছিল। কোন হৃদয়বান ব্যাক্তি খোঁজ পেলে তার বাড়ীতে পোঁছানের ব্যবস্থা করলে অথবা তার ভাই শাহীন রেজা-মোবাইল ০১৭৫০-৪৬২০২৫ও ০১৭১৮-১৬৪২৬৬ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হচ্ছে।