দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২০-২০২১ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্ম সূচীর আওতায় বিনা মূল্যে কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ করা হয়েছে।
৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় কৃষি অফিস চত্বরে অনুষ্ঠিত ধানের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ্যাডভোকেট আ.কা.ম.সরওয়ার জাহান বাদশা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিল্যান্ড মোঃ আজগর আলী ও বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, সভাপতিত্ব করেন কৃষি কর্মকর্তা এ.কে.এম কামরুজ্জামান।