দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগ’র আয়োজনে টিপু নেওয়াজের অর্থায়নে রবিবার রাত ৯ টার সময় মথুরাপুর নবীন সূর্য সংসদ সদস্য ক্লাব চত্বরে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সর্দার আতিয়ার রহমান আতিক, যুবলীগ নেতা ওয়াসিম কবিরাজ, সাবেক যুবলীগ নেতা সোহেল রানা, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর দেওয়ান, আওয়ামীলীগ নেতা গোলাম মস্তোফা নাড়ু, শিবুল হাজী, মোজ্জামেল হক,হারেজ উদ্দিন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ।
শোক সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগ’র সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক টিপু নেওয়াজ।
শোক সভায় সর্দার আতিক তার বক্তব্যে উল্লেখ করেন হাসিনুর হত্যা কান্ডের কোন কিছু আমরা সঠিক ভাবে বুঝতে পারছিনা, বিষয়টি ধুম্র জালের মত মনে হচ্ছে, তাই প্রশানের কাছে দাবী সকল ধুম্র জালের অবসান ঘটিয়ে হাসিনুর হত্যাকারীদের আইনের আওতায় আনা হউক।
সভাপতি তার বক্তব্যে উল্লেখ করেন যারা ভেবে ছিলেন হাসিনুরকে হত্যা করে এমপি’র সকল কার্যক্রম বন্ধ করে দিবেন, তাদের ধারনা ভুল। বাদশাহ্ বাদশাহ্ই তার সাথে কারোর তুলনা হবেনা। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।