দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউপি’র সিরাজ নগর গ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। জান’গেছে ৩০ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টাই উপজেলার ফিলিপনগর ইউপি’র সিরাজ নগর গ্রামের মৃত সৈয়দ আলী চৌকিদারের ছেলে নাড়া চৌকিদার (৫৫) পাশ্ববর্তী বাঁধের নিচে তার ক্ষেতে কাজ করার সময় বৃষ্টি পাত শুরু হলে হঠাৎ বিকট শব্দে তার মাথার উপর বজ্রপাত হয়, চুল ও মুখমন্ডল সহ মাথার এক অংশ পুড়ে ঘটনা স্থলে মৃত্যু বরন করে।
বাদ মাগরিব সিরাজ নগর প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযার শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে, এ ঘটনায় পটল নামে একজন আহত হয়, বর্তমানে সে সুস্থ আছে।