দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর সিমান্তে পানিতে ডুবে যাওয়া ভারতীয় এক শিশুর লাশ উদ্ধার করেছে বিজিবি।
এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানাগেছে ৮ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সিমান্তের ভাগজোত তালতলা নামক স্থানে পদ্মা নদীতে একটি শিশুর লাশ ভাঁসতে দেখে এলাকাবাসী মুঞ্জিগঞ্জ আশ্রায়ন কেন্দ্রের বিজিবি কে খবর দেয়, তারা লাশটি উদ্ধার করে এবং জানতে পারে ভারতীয় শিশুটি গত কাল ডুবে মারা যায়।
জানাযায় মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার জলঙ্গী গ্রামের ইমদাদুলের ছেলে ও মেয়ে ডোঙ্গায় করে নদীতে এক স্থান থেকে অপর স্থানে যাওয়ার সময় ডোঙ্গা উল্টে ডুবে যায়, তাদের মধ্যে মেয়েটির লাশ খুঁজে পায় এবং ছেলেটির লাশ বাংলাদেশ সিমান্তে বৃহস্পতিবার দুপুরে ভেঁসে উঠে, ছেলেটির নাম সোহেল (১০)।
মহিষকুন্ডি বিজিবি কোম্পানী কোমান্ডার সুবেদার দেলওয়ার হোসেন স্থানীয় বাংবাদিকদের জানান পতাকা বৈঠকের মাধ্যমে শিশুর লাশটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে।