ভেড়ামারা প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার ১১ অক্টোবর দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সমস্ত সামগ্রি বিতরণ করে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আক্তারুজ্জামান মিঠু, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নূরুল আমীন, ভেড়ামারা থানার ওসি তদন্ত জহিরুল হক, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আনছার আলী, সহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফারুক আহম্মেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সংবাদকর্মী , শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ক্লাবে কর্মকর্তাসহ অনেকেই এসময় উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি হাসানুল হক ইনু এমপি উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং ইলিশ রক্ষা অভিযান -২০২০ উদ্বোধন করেন।