মোঃ আবু ওবাইদা-আল-মাহাদী ॥ কুষ্টিয়ার দৌলতপুর থেকে মোছাঃ ফরিদা আক্তার নুপুর (৩০) নামের এক গৃহবধু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় তার স্বামী মোঃ আরিফ হোসেন দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
মোছাঃ ফরিদা আক্তার নুপুর নাটোর জেলার লালপুর থানার মৃত আব্দুল মান্নানের কন্যা ও দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর গ্রামের মোঃ আরিফ হোসেনের স্ত্রী। আরিফ হোসেন বলেন, গত ১মাস আগে আমাদের বিবাহ হয়।
কাউকে কিছু না বলে গত শনিবার বিকালে আমার স্ত্রী বাড়ি থেকে চলে যায়। আমার শশুর বাড়িসহ সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোজাখুজি করে কোথাও না পেয়ে আমি থানায় অভিযোগ দিয়েছি।
দিঘলকান্দি পুলিশ ক্যাম্পের আইসি মোঃ নাজিবুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তাকে খুজে পাওয়ার জন্য পুলিশ চেষ্টা করছে।