দৌলতপুর প্রতিনিধি : দৌলতপুর উপজেলার সুবেল হোসেন এলাকার সবচেয়ে লম্বা মানুষ, তার উচ্চতা ৭ ফুট ৬ ইঞ্চি হয়ত হতে পারে দেশের সবচেয়ে লম্বা মানব। সুবেল উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের কৃষক ইউনুস আলীর ছেলে। ব্রেন টিউমার ও পা ফোলা সহ নানা রোগে ভুগছেন এই লম্বা মানব, এ জন্য তার উন্নত চিকিৎসা প্রয়োজন।
অস্বাভাবিক উচ্চতা ও অসুস্থতার কারণে তাকে লাঠি ভর দিয়ে চলাফেরা করতে হয়। ঠিকমতো সোজা হয়ে দাঁড়াতেও পারেন না সে। জানাগেছে সুবেল ১৯৯৮ সালে জন্ম গ্রহণ করে, বর্তমান তার বয়স ২২ বছর, হঠাৎ ২০১৩ সাল থেকে অস্বাভাবিক বৃদ্ধি শুরু হয়।
অস্বাভাবিক বৃদ্ধির ফলে শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়ে, পরে চলাফেরায় নানা রকম সমস্যা হতে শুরু করে। নানা রকম সমস্যা দেখা দিলেও অর্থের অভাবে সুচিকিৎসা দিতে পারছেনা তার পরিবার । অনেকে দেখতে এসে নানা রকম প্রতিশ্রুতি দিয়েছেন, সেটা শুধু কথার কথা হয়ে আছে।
রিফায়েতপুর ইউনিয়ন চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু তার সিমাবদ্ধতার মধ্যে সব রকম সাহায্য করে আসছেন, সকল সময় পাশে আছেন এবং ২৬ অক্টোবর সোমবার তার হাতে অসচ্ছল প্রতিবন্ধী ভাতার কার্ড তুলে দেন।
সুবেলের উন্নত চিকিৎসার জন্য দেশের হৃদয়বান ব্যাক্তিতের সাহায্য কামনা করেছেন।